
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদীরা মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি গোপালগঞ্জকেও কলুষিত করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ যারা গোপালগঞ্জে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আবার গোপালগঞ্জে ফিরে আসব। ইনশাআল্লাহ, গোপালগঞ্জকে মুজিববাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করব।”
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “যারা গণ-অভ্যুত্থানের পক্ষের মানুষ, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, তাদের দায়িত্ব এই গোপালগঞ্জকে মুজিববাদীদের আশ্রয়কেন্দ্রে পরিণত হতে না দেওয়া।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে গোপালগঞ্জ বা অন্য কোথাও কোনো বৈষম্য থাকবে না। আমরা চাকরিতে বৈষম্যের অবসান ঘটাবো, তবে গোপালগঞ্জে সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না।”
পথসভায় হামলা ও বাধার প্রসঙ্গে তিনি বলেন, “মুজিববাদীরা আজকের সমাবেশে বাধা দিয়েছে, হামলা চালিয়েছে। আমরা আগেও বলেছিলাম, বাধা এলে লড়াই হবে। সেই লড়াইয়ে একদিন আমরা জয়ী হয়েছিলাম, এবারও হবো। আজ যে বাধা এসেছে, তার দ্বিগুণ জবাব আমরা দেবো—ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “আমরা চাইলে এখনই সারা বাংলাদেশ থেকে মানুষ গোপালগঞ্জে হাজির হবে। আজ যারা হামলা ও বাধা দিয়েছে, প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আবার আসব এবং গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করব।”
শিহাব