
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জুলাইয়ের সকল শহিদের স্মরণে দেশের ৮৪৪টি স্থানে শহিদ স্মৃতিফলক স্থাপন করা হবে।উপদেষ্টা আজ চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, আজ এখানে একটি ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেসব স্থানে শহিদেরা প্রাণ দিয়েছেন, সেখানে তাদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হবে। দেশের ৮৪৪টি জায়গায় এমন ফলক স্থাপন করা হবে।জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় এসব স্মৃতিফলক নির্মাণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব মোঃ মফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা পাচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে (জাতিসংঘ পার্ক) ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এছাড়াও চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। আলোচনা শেষে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
এর আগে দুপুরে উপদেষ্টা সার্কিট হাউসে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
আফরোজা