
ছবি: জনকণ্ঠ
গোপালগঞ্জের ঘটনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন। যদি তারা কোন রকম রাজনৈতিক তৎপরতা দেখায় তাহলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিচার করা হচ্ছে। বিচারিক কার্যক্রম পুরো মাত্রায় চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রংপুরে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে বিমানে ঢাকা যাওয়ার পথে বুধবার( ১৬ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
আইন উপদেস্টা আরও বলেন আমরা প্রথম থেকে বলে আসছি মবের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা যে পুলিশ নিয়ে কাজ শুরু করছি সে পুলিশ আওয়ামী লীগ সরকার পনেরো বছর নিজেদের লোক নিয়োগ দিয়েছেন। এখন সে পুলিশ আমাদের হান্ডেট পার্সেন সাপ্রোট করবে না। আমরা গোপালগঞ্জের বিষয়টি তদন্ত করা হবে। প্রশাসনিক গাফলাতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসন কারফিউ দিয়েছেন। আমরা দেশটাকে গড়তে চাই। কারন আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা দেশটাকে একটা ধ্বংস স্তুপে পরিনত করে গেছে। এখন আমাদের ধ্বংস স্তুপের মধ্যে আস্তে আস্তে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি সকলের কথামত আরও বেশি দায়িত্ব অনুভব করে সবকিছু স্বাভাবিক করতে।
শিহাব