ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে আগুন জ্বালিয়ে বিক্ষোভ  

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ২০:১৩, ১৬ জুলাই ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে আগুন জ্বালিয়ে বিক্ষোভ  

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আগুন দিয়ে অবরোধ করে  বিক্ষোভ করছে ছাত্র-জনতা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা মহাসড়ক টায়ারে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সোয়া ৫টা) আন্দোলনকারীরা সড়কে অবস্থান করছেন।  

এ সময় আন্দোলনকারিরা 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,' গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,' 'কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,' 'সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়,' 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,' 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এদিকে ব্লকেড় কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজটের কবলে পড়ে অনেককে অসুস্থ হয়ে পড়েছেন। শুধুমাত্র জরুরী সেবার এম্বুলেন্স ছাড়া আর কোন গাড়ি যেতে দেখা যায় নি।

যতক্ষণ পর্যন্ত নেতকরা নিরাপদে গোপালগঞ্জ থেকে ডাকায পৌছাবে না। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন তারা। আন্দোলনকারীদের কে আমরা মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বললে তারা অল্প কিছুক্ষণের মাঝেই সড়ক ছেড়ে দেবে বলে জানান পুলিশ কর্মকর্তা। 

আঁখি

×