
ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ থামাতে ৫০ দিনের আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাহলে রাশিয়ার বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যুদ্ধ চলাকালে ইউক্রেনকে আরও বেশি কেএফকে অস্ত্র সরবরাহের ঘোষণাও দিয়েছেন এই রিপাবলিকান নেতা।
তবে ট্রাম্পের এই কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া রয়েছে অবিচল। বরং এই ঘোষণার পরই কিছুটা চমকে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে রুশ অর্থনীতি।
সম্প্রতি হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ‘ভীষণ ক্ষুব্ধ’। তিনি বলেন, ‘৫০ দিনের মধ্যে শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর শতভাগ হারে সেকেন্ডারি ট্যারিফ বসানো হবে। এর আওতায় রাশিয়ার বাণিজ্যিক অংশীদাররাও পড়বে।’
এই ঘোষণার পরই অর্থনৈতিকভাবে উল্টো ফল দেখা যায়। মস্কো স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম গড়ে ২.৭ শতাংশ বেড়ে যায়। একইসঙ্গে ডলারের বিপরীতে শক্তি ফিরে পায় রুশ মুদ্রা রুবল।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কণ্ঠে হুঁশিয়ারি থাকলেও, তার বক্তব্যে আলোচনার একটি জানালা খোলা রেখেছেন। বিশ্লেষক আরটিওম নিকোলায়েভ জানান, ‘বাজার ধারণা করেছিল ট্রাম্প আরও কঠোর হবেন। কিন্তু তিনি সময় দিয়েছেন, এবং সাধারণত তিনি সময়সীমা আরও পিছিয়ে দেন।’
রুশ পত্রিকা মস্কোভস্কি কমসোমোলেটস তাদের ১৪ জুলাইয়ের সম্পাদকীয়তে লেখে, ‘ট্রাম্পের ঘোষণা যদিও রাশিয়ার জন্য সুখকর নয়, তবুও তা অস্থিরতা তৈরি করেনি। বরং এটি আলোচনার নতুন সম্ভাবনা তৈরি করেছে।’
ট্রাম্পের হুমকির মুখেও রাশিয়া আতঙ্কিত নয়, জানিয়েছে ক্রেমলিন। মস্কোর ভাষ্য, ‘আমরা শান্তি চাই। তবে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।’
হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। তবে রাশিয়ার অভিযোগ, এই যুদ্ধে মূল উসকানিদাতা ন্যাটো এবং পশ্চিমা দেশগুলো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপে সবচেয়ে বড় স্থল যুদ্ধের সূচনা করে। এখন আবার নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। তবে পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ চললেও রাশিয়া সামরিক ও অর্থনৈতিকভাবে এখনো ‘স্বস্তিতে’ রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান যে বাস্তবে আলোচনার পথও খুলে রাখছে, তা নতুন এক কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: https://www.youtube.com/watch?v=4rfijvuhFk0
রাকিব