ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আদমদীঘিতে জামায়াত নেতা মোফাজ্জল হকের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, আদমদীঘি, বগুড়া

প্রকাশিত: ১৯:৪১, ১৬ জুলাই ২০২৫

আদমদীঘিতে জামায়াত নেতা মোফাজ্জল হকের দাফন সম্পন্ন

দৈনিক জনকণ্ঠ

উপজেলার নসরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের বাসিন্দা, বাংলাদেশ জামায়াতে ইসলামি বগুড়া জেলা শাখার আমির মাওলানা মোফাজ্জল হক (৭০) বুধ ভোরে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি --- রাজিউন)।

উপজেলার ধনতলা আলিম মাদরাসার সাবেক শিক্ষক মোফাজ্জল হক মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন বাদ আসর নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, বগুড়া মহানগর আমির আবিদুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, বগুড়া - ৩ ( আদমদীঘি - দুপচাঁচিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী নুর মুহাম্মাদ আবু তাহের,

আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানী,  নায়েবে আমির মাওলানা ইউনুছ আলী, মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, উপজেলা পেশাজীবী সংগঠনের সেক্রেটারি মানিক হোসেন প্রমুখ।

হ্যাপী

×