
১লা জুলাই থেকে শুরু হওয়া ‘দেশ গঠনে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়ে কিছুক্ষণ বাংলা ব্লকেড কর্মসূচী পালন করছেন। এসময় দ্রুত আওয়ামী লীগ, ছাত্রলীগ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক আশরাফুল ইসলাম, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবিরসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
আঁখি