
হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার টু’ এই সময়ের সবচেয়ে আলোচিত ছবি। ছবি ঘোষণার পর থেকেই মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। দুই সুপারস্টারকে একসঙ্গে অ্যাকশন করতে দেখাটা বেশ মজার হবে। এদিকে শোনা গিয়েছিল যে ছবিতে জুনিয়র এনটিআরের ভূমিকা ছোট হবে এবং তিনি একটি বর্ধিত ক্যামিও করতে চলেছেন। তবে এখন এটা স্পষ্ট যে জুনিয়র এনটিআর ছবির শেষে হৃত্বিকের চরিত্র কবীরের সমস্যা বাড়াতে চলেছেন। ছবিতে তার চরিত্র এবং স্ক্রিন টাইম সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে। আসল বিস্ফোরণ শুরু হবে ১৫ মিনিট পর।
চলচ্চিত্র প্রযোজক নাগা ভামসি সম্প্রতি গুল্টে প্রোকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে ওয়ার টু-তে জুনিয়র এনটিআরের ভূমিকা থাকবে একদম শেষ অবধি। তিনি বলেন, ‘জুনিয়র এনটিআর ছবিতে ৩০-৪০ মিনিট থাকবে বলে যে তথ্য রটেছে সেটা ঠিক নয়’। তিনি বলেন, ‘দুই অভিনেতাই ছবির শেষ পর্যন্ত রয়েছেন। এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা’। প্রযোজক নাগা ভামসিও নিশ্চিত করেছেন যে তিনি ওয়ার ২-এর তেলুগু বিতরণের অধিকার ৮০ কোটি টাকায় কিনেছেন। ‘আমি এটা কিনেছি কারণ এতে বাণিজ্যিক উপাদান রয়েছে’।
‘ওয়ার ২’ পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবানিকে। ছবিটির শেষ অংশের শূটিং জুন মাসেই শেষ হয়েছে। এখন অপেক্ষা ছবি মুক্তির জন্য। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত, এই রেকর্ডই তার ইঙ্গিত দিচ্ছে।
২০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে।
প্যানেল/মো.