ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশে মুজিববাদীদের আর দাঁড়াতে দিব না, নাহিদের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৬:১৪, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৬:১৭, ১৬ জুলাই ২০২৫

বাংলাদেশে মুজিববাদীদের আর দাঁড়াতে দিব না, নাহিদের হুঁশিয়ারি

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "শহীদের রক্তের শপথ, মুজিববাদীদের আর বাংলাদেশে গোপালগঞ্জে কোনদিন ধারা হতে দিব না।" তিনি আরও বলেন, "ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদীরা আর গোপালগঞ্জে আস্তানা করতে পারবে না।"

আজ গোপালগঞ্জে আয়োজিত এক সমাবেশে, তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, "গোপালগঞ্জের সাহসী সন্তানরা আজকে উপস্থিত হয়ে এই সমাবেশে অংশ নিয়েছে। আমরা যদি ভয়ভীতি ও বাধার সম্মুখীন না হতাম, তবে আজ গোপালগঞ্জে বিশাল জনসমাগম হতে পারতো। তবে আমরা শান্তি ও দেশ গড়ার আহ্বান নিয়ে এখানে এসেছি, যুদ্ধের আহ্বান নিয়ে নয়।"

নাহিদ ইসলাম বলেন, "আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি, বরং নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে এসেছি। মুজিববাদীরা বাধা দিয়েছিল, কিন্তু গণঅভ্যুত্থান ও সংগ্রামের মাধ্যমে আমরা সেই বাধাকে অতিক্রম করেছি। আজ আবারো বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু এর জবাব আমরা দ্বিগুণ গতিতে দেব ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, "গোপালগঞ্জের জনগণ, আপনাদের দায়িত্ব নিতে হবে যাতে গোপালগঞ্জ মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে না ওঠে। আমাদেরকে নিজেদের মর্যাদা ও দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে হবে। গোপালগঞ্জে কোন বৈষম্য সহ্য করা হবে না, এবং কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জায়গা দেওয়া হবে না।"

নাহিদ ইসলাম মুজিববাদীদের মুক্তিযুদ্ধকে কলুষিত করার অভিযোগ তুলে বলেন, "মুজিববাদীরা গোপালগঞ্জকে কলুষিত করেছে, কিন্তু আমরা এই গোপালগঞ্জকে পুনরুদ্ধার করবো। আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করবো, আর সনাতন ভাই-বোনদের জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।"

তিনি আরও বলেন, "মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, এবং যদি দ্রুত বিচার না হয়, আমরা আবারো গোপালগঞ্জে আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে, বাধা-বিপত্তি যাই আসুক না কেন।"

নাহিদ ইসলাম শেষে বলেন, "আজকের এই দিনে আমরা শহীদদের রক্তের শপথ গ্রহণ করে বলছি, মুজিববাদীদের আর গোপালগঞ্জে কোনদিন ধারা হতে দেব না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ।"

তথ্যসূত্রঃ https://youtu.be/3w1QIqxun-Q?si=QGawMc3HUu2SBl_P

 
 

মারিয়া

আরো পড়ুন  

×