ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রংপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সাথে আলাপ-আলোচনা চলছে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব সংবাদদাতা, রংপুর।।

প্রকাশিত: ১৯:০৩, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০৪, ১৫ জুলাই ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সাথে আলাপ-আলোচনা চলছে: সৈয়দা রিজওয়ানা হাসান

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সাথে আলাপ-আলোচনা চলছে। যেন তারা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা প্রদান করে। আমার কথা হলো তিস্তা মহাপরিকল্পনা কেবলমাত্র কোনো একটা দেশের সরকার চায় সেভাবে হবে না, জনগণ কী দেখতে চায় তা তাদের সাথে আলোচনা করে প্রকল্পে সন্নিবেশ করা হচ্ছে।


মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার রেলব্রিজ সংলগ্ন পাঞ্জরভাঙ্গা গ্রামে তিস্তা নদীর তীর পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করা দরকার, তাই করছে। তিস্তায় যেন পানি থাকে, তিস্তাপাড়ের মানুষ যেন নদীভাঙন থেকে বাঁচতে পারে সেজন্য বড় প্রকল্প নেওয়া দরকার। ২০১৬ সাল থেকে সেই আলাপ-আলোচনা শুরু হয়েছে। কিন্তু বিগত দিনে সেই কাগজগুলো আমরা শেলফে রেখেছিলাম। তিস্তাপাড়ের মানুষ যে দাবি জানিয়েছিল, যে মহাপরিকল্পনা চেয়েছিল, আমরা সেটি চূড়ান্ত করতে কাজ করছি।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এই সরকার ২০২৬ সালের মধ্যেই এ কাজ শুরু করতে পারবে। ভবিষ্যতে যেন তিস্তা পাড়ের মানুষ আর কোনো ভাঙনের শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা চলমান রয়েছে।
 

এছাড়া চীনের পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, তা তিস্তাপাড়ের মানুষের সাথে আলোচনা করা হয়নি। আমরা তিস্তাপাড়ে ৫টি গণশুনানি করেছি। সেখানে চীনা প্রতিনিধি, স্থানীয় জনগণ তাদের মতামত দিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপসচিব মোবাশশিরুল ইসলাম, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকসহ অন্যরা।

আফরোজা

×