ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মানবতা কোথায়?

প্রকাশিত: ১৯:৫৮, ১৫ জুলাই ২০২৫

মানবতা কোথায়?

রবিবার সিলেট নগরের কাজির বাজার মাছের আড়তসংলগ্ন এলাকায় একটি রেস্তোরাঁয় এক যুবক চা পান করতে আসেন। চা দিতে দেরি হওয়ায় ওই যুবকের সঙ্গে রেস্তোরাঁর এক কর্মচারীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেস্তোরাঁর মালিকসহ উপস্থিত লোকজন দুজনের মধ্যে বিরোধ মিটিয়ে দেন। যুবকও রেস্তোরাঁ থেকে চলে যায়। ফলে পরিস্থিতি সাময়িক সময়ের জন্য স্বাভাবিক হয়। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। চলে যাওয়ার কিছু সময় পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় আসে এবং রেস্তোরাঁর ভেতর ঢুকে যে কর্মচারীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছিল তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরবর্তীতে রেস্তোরাঁর মালিকসহ উপস্থিত লোকজন আহত কর্মচারীকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে নিহতের পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে এবং সিলেটের কোতোয়ালি থানার পক্ষ থেকে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এমন মৃত্যু মর্মান্তিক ও অনাকাক্সিক্ষত। তবে আশঙ্কার কথা হলো দেশে এমন ঘটনা প্রায়ই ঘটছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের মাঝে মনুষ্যত্ববোধ আছে বলেই আমরা মানুষ। মানুষের কল্যাণের জন্যই মানুষের সৃষ্টি, অন্যের অকল্যাণ কিংবা ক্ষতিসাধনের জন্য নয়। আমাদের প্রত্যেকের অন্যকে অপমানিত কিংবা অবহেলায় দূরে ঠেলে না দিয়ে ভালোবাসার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত মানবতার ফেরিওয়ালা হওয়া জরুরি। তা না হলে আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? 
ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মানুষ ইচ্ছায় বা অনিচ্ছায় নানা প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়ছে। সভ্যতার বিকশিত সময় ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির যুগেও সমাজে সহিংসতা, রক্তপাত, হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসাপরায়ণতা ও উন্মাদনায় মানবতা যেন আজ বিপন্ন। দুঃখের বিষয়, আমরা যত সভ্যতার দিকে ধাবিত হচ্ছি, ততই যেন মানবিক গুণাবলি হারিয়ে ফেলছি। তাই বলে আমাদের হতাশ হলে চলবে না। কতিপয় অঘটন সমাজে সাময়িক প্রভাব ফেললেও আশার প্রদীপ এখনো নিভে যায়নি। সমস্যা মোকাবিলায় প্রত্যেকের মানবিক মূল্যবোধ ও নীতিনৈতিকতার দিকে তাকাতে হবে। একথা সত্য এখনো অধিকাংশ মানুষের মধ্যে মানবিকতা বিদ্যমান রয়েছে। প্রয়োজন শুধু তাদের জাগিয়ে তোলা। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে উদারতা নিয়ে মানবতার অগ্রগতির মানোন্নয়নে কাজ করতে পারলে নিশ্চিত হবে কাক্সিক্ষত সুশৃঙ্খল মানবসমাজ- এই প্রত্যাশা।

প্যানেল/মো.

×