ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল

"রাজপথেই সমুচিত জবাব দেওয়া হবে, মিথ্যাচার করে রাজনীতিতে টেকা যায় না"

প্রকাশিত: ১৯:৫৫, ১৫ জুলাই ২০২৫

ছবিঃ সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ থেকে দলটির নেতারা বলেন, দেশের ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ‘উদাসীনতা ও ব্যর্থতা’ দায়ী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি কিংবা জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র হলে, তার সমুচিত জবাব রাজপথেই দেয়া হবে।

নয়া পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল। তিনি বলেন, "সত্যের জয় হবেই। মিথ্যাচার করে রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকা যায় না। আমরা দেশের স্বার্থে অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে অনেক কিছু মেনে নিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমরাও মানুষ। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে, রাজপথে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা একসময়কার রাজনৈতিক মিত্র জামায়াতকে সতর্ক করে বলেন, "আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সচেতন করা হবে। ধৈর্যের সীমা অতিক্রম করলে, স্বাধীনতাবিরোধী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে আমরা প্রস্তুত।"

ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। সমাবেশ থেকে নেতারা বলেন, "বাংলাদেশের জনগণ জিয়া পরিবারকে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।"

তথ্যসূত্রঃ https://youtu.be/qcEKTsD1Z3Y?si=DHPkULnHBlFmO6JL

 

মারিয়া

×