
দেশে অস্থিতিশীল অবস্থার প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শাহবাগ গিয়ে শেষ করে। পরে সন্ধ্যা ৬টায় শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দল। অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর তারা শাহবাগ মোড় ছেড়ে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
বিকেল ৪টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে কাকরাইল মোড়, মালিবাগ, মৌচাক, মগবাজার ও বাংলামোটর হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।
শাহবাগ মোড়ে সমাপনী বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, যারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের আমরা প্রতিহত করব। ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা যাবে না।
বিএনপিকে ধ্বংস করার জন্য ১৬ বছর ষড়যন্ত্র করেছে স্বৈরাচার ॥ কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপিকে ধ্বংস করার জন্য, বিভক্ত করার জন্য ১৬ বছর ষড়যন্ত্র করেছে স্বৈরাচার।
শুধুমাত্র তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় ও সুযোগ্য নেতৃত্বের কারণে তারা সফল হতে পারেনি। আজকেও ষড়যন্ত্র করছে এজন্য যে তারেক রহমানের সঙ্গে রাজনীতি করে তারা মোকাবিলা করতে পারছে না। বিএনপির জনপ্রিয়তা ধ্বংস করতে পারছে না। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, সহ-সভাপতি এস এম আসলাম, সহ-সভাপতি ডি এইচ বাবুল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন প্রমুখ।