
ছবি- দৈনিক জনকণ্ঠ
টঙ্গীতে ছিনতাই, চাঁদাবাজি এবং নানা সন্ত্রাসী কর্মকান্ড আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় অপরাধীদের ধরতে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে পাহারার ব্যবস্থা করেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা পুলিশ ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। এদিকে স্থানীয়রা কয়েক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ মঙ্গলবার এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। সম্প্রতি টঙ্গী এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজি বেড়ে যাওয়ায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, তার থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে।
পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, তার থানা এলাকায় ২৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। উল্লেখ করা যেতে পারে, টঙ্গী গাজীপুর বিআরটি সড়কে ছিনতাইকারীদের বেপরোয়া ছিনতাই ও বাড়ি ঘরে চুরি বেড়ে যাওয়ায় মানুষজন আতংকিত হয়ে পড়ে।
ছিনতাইকারীদের আক্রমণ ও ছুরিকাঘাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বিআরটি সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সম্প্রতি দুইজন নিহত ও বহু আহতের ঘটনায় মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠে। অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজপথে মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে হাজারো মানুষ। ছিনতাইয়ের জ্বালায় টঙ্গী দত্তপাড়ায় স্হানীয়রা লাঠিসোঁটা নিয়ে পাহারা বসায় ছিনতাইকারী ধরতে।
নোভা