ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৪০, ১৫ জুলাই ২০২৫

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) রাত ৯টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। স্বল্প সময়ের মধ্যেই নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে তাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি এবং সাধারণ সম্পাদক।

সভাপতির বক্তব্যে বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা কখনোই সফল হবে না। তিনি ষড়যন্ত্রকারীদের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে, তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কটুক্তি করছে তাদের তীব্র ধিক্কার জানিয়ে তাদেরকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ছবি: প্রতিবাদ সভায় অংশ নেওয়া  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপির নেতাকর্মীরা

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া শাখা বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন সিকদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তরুণ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এফ মহান জন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সার্জিল বিন ইউসুফ, কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক টিটু প্রমুখ।

রাকিব

×