
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন" তিস্তা চুক্তি একটা মহা পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনাকে একটি গণ পরিকল্পনায় রূপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন সংলগ্ন তিস্তা নদীর চলমান তীর সংরক্ষণ কাজ পরিদর্শন কালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আপাতত বিপদটা কাটানোর জন্য আমরা এই কাজটা শুরু করেছি। আমরা এখানে প্রত্যেকটা কাজে পর্যায়ে পর্যায়ে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেছি যেন ঠিকভাবে কাজ হয়,অনিয়ম যেন না হয়।
উপদেষ্টা বলেন, তিস্তা নদীটার গতিপথ আসলে আমাদের উপর অনেকটা নির্ভর করে না। নির্ভর করে উজানের দেশের উপর। সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করা হয়েছিল, ২০১১ সাল থেকে এই চুক্তিটা স্বাক্ষর করা নিয়ে এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আমাদের ভাটির দেশের ভাটির জনগণ, জনগোষ্ঠী, জনপদ দুরাবস্থার রয়েছে। সেটা আমরা তাদের কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেবিষয়ে কাজ চলছে।
এসময় তিনি বলেন,আপনারা জানেন আমরা তিস্তায় পাঁচটি গবেষণা নিয়ে কাজ করছি, যাতে এটা কোন সরকারি পরিকল্পনা না হয়,এটা জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠনের ঘটানোর পরিকল্পনা হয়।
কাজ পরিদর্শন শেষে উপদেষ্টা উপজেলার তিস্তার বামতীরে দাড়িয়াপুর এলাকা পরিদর্শন করেন। এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা রংপুর জেলার কাউনিয়া উপজেলার 'পাঞ্জরডাঙ্গা রেলসেতু থেকে কয়েক'শ মিটার উজানে তিস্তা নদীর ডান তীর পরিদর্শন শেষে রংপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।
আঁখি