ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইলিয়াস হোসাইন

অনেক পোস্ট লিখি আবার পোস্ট না করেই মুছে ফেলি। ৫ তারিখের পর থেকে এরকম বেশি হচ্ছে

প্রকাশিত: ১৪:৫০, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৫১, ১৫ জুলাই ২০২৫

অনেক পোস্ট লিখি আবার পোস্ট না করেই মুছে ফেলি। ৫ তারিখের পর থেকে এরকম বেশি হচ্ছে

যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, অনেক পোস্ট লিখি আবার পোস্ট না করেই মুছে ফেলি। ৫ তারিখের পর থেকে এরকম বেশি হচ্ছে।

কি ইঙ্গিত করে ইলিয়াস এই পোস্ট দিয়েছেন তা নিয়ে এখন ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র ৪ ঘণ্টায় সেখানে সতেরো হাজার রিয়েক্ট পরে। কিছু শুভাকাঙ্ক্ষী মন্তব্য ঘরে লিখেন, "আপনি দেশের সম্পদ। কারন আপনি অবিক্রীত সাংবাদিক।"; " বীর সৈনিকের মত সাহসী কলম যুদ্ধ ইলিয়াস ভাই শুভকামনা রইল"।

মোহাম্মদ ইলিয়াস হোসাইন দীর্ঘদিন ধরে তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক  পেজের মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব রয়েছেন। তার এই ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট আগেও আলোচনা তৈরি করেছে। 

সানজানা

×