
মাগুরায় অবিরাম বৃষ্টিতে ছাতা মেরামকারীদের কদর ও আয় বেড়েছে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় রয়েছে ছাতা মেরামতকাীদের দোকান রয়েছে। এখানে ভাঙ্গা ছাতা মেরামত করে দিচ্ছেন কারিগররা । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মুহুর্ত বসার সময় নেই ছাতা মেরামতকারীদের। ফলে আয় হচ্ছেভালো। বৃষ্টিতে বাইরে বের হতে প্রত্যেকের ছাতার প্রয়োজন পড়ছে।
অনেকে নতুন ছাতা ক্রয় করলেও বেশীরভাগ মানুষ পুরাতন ছাতা মেরামত করছেন ফলে মেরামতকারীদের কদর বেড়েছে কয়েকগুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় লেগেই থাকছে। আশ্বিন কার্তিক মাস পর্যন্ত এই কাজ থাকবে মেরামতকারীদের। এর অন্য সময় এই সমস্ত ছাতা মেরামতকারীরা অন্য কাজ করেন। ফলে মৌসুমী শ্রমিক হিসাবে ছাতা মেরামতকারীদের মৌসুমী কর্মসংস্থান হয়েছে। ফলে বেশ কিছু পরিবার বাঁচার পথ পেয়েছে। বৃষ্টি ছাতা মেরামতকারীদের বাঁচার পথ দেখিয়েছে। অন্যদিকে বিভিন্ন দোকানে নতুন ছাতা বিক্রি হচ্ছে ভালো । তবে চাহিদা বাড়ায় দামও বেড়েছে বেশ কিছুটা । ছাতার দাম বাড়ায় ক্রেতারা কিচুটা বিপাকে পড়েছে।
আঁখি