
ছবি: ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে গাছের চারা বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে বাউফলের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীকে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) বাউফলের কালিশুরি ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. লিমন হোসাইন, কালিশুরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. আজহার উদ্দিন, মাওলানা মো. নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. আলতাফ হোসেন, মাওলানা মো. সাইদুর রহমান চুন্ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিশুরি ইউনিয়নের রাজাপুর ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. মহসিন উদ্দিন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ছিলেন।
ইমরান