
ছবি- দৈনিক জনকণ্ঠ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। আর এ বছরের শেষেই চূড়ান্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন।
আকাশ পথে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনে যাওয়ার পথে তিনি আরও বলেন, মাত্র কয়েক মাসে এ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মুল পাঁচটি বিষয়ে চুড়ান্ত আলোচনা করা হবে। এরপরে এ প্রস্তাবনা সরকারের কাছে যাবে।ধারাবাহিকভাবে ইআরডি’র মাধ্যমে চুড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে যাবে। বিস্তারিত রিপোর্টের পর শুরু করা হবে প্রকল্পটি বাস্তবায়নের কাজ। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশ মিলে দুইটি দেশের বিষয়। তাই সিদ্ধান্তের ক্ষেতে দুই দেশের সম্মতি লাগবে।
এরপরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একজন পরিবেশ বিষয়ক আইনজীবী এবং পরিবেশ আন্দোলনের জনপ্রিয় পরিচিত মুখ। এর আগে ২০২২ সালে খড়খড়িয়া নদী রক্ষার বিষয়ে সৈয়দপুর হয়ে ডোমার সফর করেন। সেখানে নদী পাদদেশে অনুষ্ঠিত স্থানীয়দের সচেতনতা তৈরি এবং সুরক্ষা বিষয়ে একটি সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে স্থানীয় নদীগুলোর গুরুত্ব এবং এর সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে করনীয় বিষয়ে নানা দিক আলোকপাত করেন।
নোভা