
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ধৃষ্টতা দেখালে তাদেরকে খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের বোদা ধানহাটি মাঠে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিডফোর্ড হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
তিনি আরও বলেন, "আমরা যখন আন্দোলন করেছি তখন গুপ্ত সংগঠনের কাউকে পাইনি। বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছে, যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করছে, সেই কুলাঙ্গারদেরও খুঁজে বের করা হবে, তাদের ছাড় দেয়া হবেনা।"
এসময়, "সকল হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলেও ঘোষণা করেন তিনি। "
সমাবেশে বিএনপির উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদ, রায়হানুল প্রধান , মারুফ অনু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, বোদা ধানহাটি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপির বোদা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিট সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রিফাত