
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীকের জটিলতা ও আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার পড়লো নিবন্ধন প্রক্রিয়ার সংকটে। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে এনসিপি ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট জমা দিয়েও ইসিকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। এনসিপির পাশাপাশি আরো ১৪৪টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল।
মঙ্গলবার (তারিখ) এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। তিনি জানান, এসব দলকে যেসব কাগজপত্রে ঘাটতি রয়েছে, তা ১৫ দিনের মধ্যে ইসিতে জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তবে বেশ কিছু দল এনসিপিসহ আবেদন না করায়, ইসি সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ায়। সংশোধিত সময়ের মধ্যে মোট ১৪৪টি দল আবেদন করে।
একটি দলও প্রাথমিকভাবে উত্তীর্ণ হতে পারেনি বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে কাগজপত্রের ঘাটতি পূরণের জন্য। দ্বিতীয় ধাপে এনসিপি সহ ৮২টি দলকে চিঠি দেওয়া হবে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। নতুন নিবন্ধনের প্রক্রিয়ায় যেসব দল আবেদন করেছে, তাদের মধ্যে কয়টি শেষ পর্যন্ত বৈধতা পাবে তা এখন সময়ই বলে দেবে।
সূত্র:https://youtu.be/3A-D0C26ryI?si=pMWTludqgCZjzmok
ছামিয়া