ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

টাঙ্গাইলের নাগরপুরে চব্বিশ গ্রামের যাতায়াতের ভরসা ঝুঁকিপূর্ণ সাঁকো

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

প্রকাশিত: ২০:৩৬, ১৫ জুলাই ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে চব্বিশ গ্রামের যাতায়াতের ভরসা ঝুঁকিপূর্ণ সাঁকো

ছবি: জনকণ্ঠ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কাওনহোলা এলাকায় একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন ২৪টি গ্রামের বাসিন্দারা। সরকারিভাবে একটি স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ একটি বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করেছেন। বর্তমানে ওই অস্থায়ী সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কয়েক হাজার মানুষ। সাঁকোটি মেঘনা বনগ্রাম বাজার থেকে কাওনহোলা হয়ে ধুবড়িয়া ইউনিয়নের সেহরাইল সড়কের সংযোগস্থলে অবস্থিত।

স্থানীয়রা জানান, সাঁকোটি আপাতত ব্যবহারযোগ্য থাকলেও এর কাঠামো খুবই দুর্বল এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্ষা মৌসুমে সাঁকোর ওপর দিয়ে চলাচল আরও বিপজ্জনক হয়ে পড়ে।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন মালামাল আনা-নেওয়ার জন্য এই সাঁকো ও রাস্তা ব্যবহার করতে হয়। বর্ষার সময় পরিস্থিতি এমন হয় যে, মালামাল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সাঁকোটি পুরনো ও নড়বড়ে হয়ে পড়েছে, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। একটি পাকা সেতু নির্মাণ করা হলে স্থানীয়দের জীবনমান উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য অনেক সহজ হতো।

কাওনহোলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাদের বলেন, ওই বাঁশ-কাঠের সাঁকো দিয়েই মুসল্লি, শিক্ষার্থী, রোগীসহ সবাই চলাচল করেন। বর্ষার সময় সাঁকো ও রাস্তায় হাঁটাও সম্ভব হয় না। এমনকি মরদেহ দাফনের ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হয়। তিনি সেখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি জানান।

ভাদ্রা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান বাবুল জানান, এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশ-কাঠের এই সাঁকোই এখন পর্যন্ত ২৪ গ্রামের মানুষের একমাত্র ভরসা। তবে পাকা সেতু না থাকায় এবং সড়কের বেহাল দশার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। তারা একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন।

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী তোরাপ আলী বলেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে বনগ্রাম বাজার হয়ে সেহরাইল পর্যন্ত প্রায় ২,৩০০ মিটার রাস্তা এবং কাওনহোলা খালের ওপর ৪০ মিটার দীর্ঘ একটি গার্ডার সেতু নির্মাণের প্রাক্কলন তৈরি করে এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হবে।

শহীদ

×