ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বৃষ্টিতে ভেসে গেছে উপকূলের পুকুর ও মৎস্য ঘের, বিপাকে চাষিরা

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা :

প্রকাশিত: ২০:৩৩, ১৫ জুলাই ২০২৫

বৃষ্টিতে ভেসে গেছে উপকূলের পুকুর ও মৎস্য ঘের, বিপাকে চাষিরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা বুড়িগোয়ালিনীতে কয়েক দিনের টানা ভারী বর্ষণে শত শত মৎস্য ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে বিপুল পরিমাণ মাছ, চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যচাষিরা।

সোমবার (১৪ জুলাই) দিনভর অঝোর বৃষ্টিতে চাষিদের লাখ লাখ টাকার মাছ ভেসে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পোড়াকাটলা এলাকার মৎস্যচাষি সুদীপ্ত বিশ্বাস জানান, তার দুটি পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন জাতের মাছ ছিল। অতিবৃষ্টিতে পুকুরের পাড় ডুবে সব মাছ ভেসে গেছে।

স্থানীয়রা জানান, অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। অনেক পুকুরের পাড় ডুবে খাল-নদীর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, ফলে চিহ্ন হারিয়ে ফেলেছে মাছচাষের ঘের। এছাড়া ইউনিয়নের বিভিন্ন স্লুইসগেট নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা জানান, পানি নিষ্কাশনের একমাত্র পথ ভামিয়ার পাঁচ ফোকর কলগেটটি ভাঙা থাকায় এলাকাজুড়ে পানি জমে আছে। ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডল বলেন, প্রয়োজনীয় সংখ্যক স্লুইসগেট না থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হচ্ছে না। ভামিয়া এলাকার স্লুইসগেটটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রশাসনিকভাবে।

সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ মৎস্য ঘের ও পুকুর এখনো পানিতে তলিয়ে আছে। ফলে মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এ অবস্থায় এলাকাবাসী জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

আফরোজা

×