ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা

প্রকাশিত: ১৩:৪৪, ১৫ জুলাই ২০২৫

প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা

বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে একটি নেপালি সিনেমা। সিনেমাটি মুক্তি দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। সাফটা চুক্তির আওতায় আসা এ ছবির নাম ‘মিসিং’।

নেপালের তরুণ নির্মাতা দীপেন্দ্র গাউছান পরিচালিত রোমান্টিক থ্রিলারধর্মী এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন।

গল্পে দেখা যাবে—রাম নামের এক তরুণ মিথ্যা প্রেমের গল্প বানিয়ে তা বলেন বন্ধুদের কাছে। প্রেমিকার অস্তিত্ব প্রমাণে তিনি নাম লেখান ডেটিং অ্যাপে। একসময় তার দেখা হয় সীতা নামের এক তরুণীর সঙ্গে। এরপর সীতাকে কৌশলে অপহরণ করেন রাম। কিন্তু অপহরণের পেছনে রামের উদ্দেশ্য জানতে পেরে বিস্মিত হয় সীতা। ধীরে ধীরে তারা দুজন প্রেমে পড়ে যায়।

ছবিতে নেপালের মধেশ অঞ্চলের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারা চিত্রায়িত হয়েছে।

এ সিনেমার বিনিময়ে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে ‘ন ডরাই’। তানিম রহমান অংশু পরিচালিত এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ বাংলাদেশের এক সংগ্রামী তরুণী সার্ফারের বাস্তবধর্মী গল্প তুলে ধরে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, আগামী ১৮ জুলাই ‘মিসিং’ মুক্তি পাবে সিনেপ্লেক্সের সাতটি শাখায় একযোগে।

উল্লেখ্য, ২০২৩ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাঁচটি শর্তসাপেক্ষে উপমহাদেশীয় ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেয়। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’, ‘ক্রু’সহ একাধিক ছবি মুক্তি পায়। এবার সেই তালিকায় যুক্ত হলো প্রথম নেপালি ছবি ‘মিসিং’।

সানজানা

×