ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ক্যানসার চিকিৎসায় নতুন সাফল্য: কেমোথেরাপিতে আর পড়বে না চুল!

প্রকাশিত: ১৭:৫০, ১৫ জুলাই ২০২৫

ক্যানসার চিকিৎসায় নতুন সাফল্য: কেমোথেরাপিতে আর পড়বে না চুল!

ছবি: সংগৃহীত

ক্যানসার চিকিৎসার অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কেমোথেরাপির সময় চুল পড়ে যাওয়া বহু রোগীর জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। তবে এবার সেই দুশ্চিন্তায় নতুন আশার আলো দেখাচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন এক প্রযুক্তির কথা, যার মাধ্যমে কেমোথেরাপির সময় চুল পড়া উল্লেখযোগ্য মাত্রায় রোধ করা সম্ভব। গবেষকরা জানিয়েছেন, মাথার ত্বক ঠান্ডা রাখা (স্ক্যাল্প কুলিং) এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিশেষ লোশন একসাথে ব্যবহার করলে এই চুল পড়া অনেকাংশে প্রতিরোধযোগ্য।

কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

গবেষণায় দেখা গেছে, মাথার ত্বকের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করে রাখলে চুলের গোড়া বা ফলিকল কেমোথেরাপির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। এর সঙ্গে লাল আঙুরের মতো উপাদানে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লোশন প্রয়োগ করলে ফল আরও ভালো পাওয়া যায়।

এই গবেষণার নেতৃত্বে থাকা শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের সেল বায়োলজির সহযোগী অধ্যাপক ড. নিক জর্জোপোলাস বলেন, ‘চুল পড়া অনেক রোগীর কাছে ক্যানসারের প্রতীক। আমাদের গবেষণায় দেখা গেছে, স্ক্যাল্প কুলিং ও অ্যান্টিঅক্সিডেন্ট একত্রে ব্যবহার করলে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার এই পার্শ্বপ্রতিক্রিয়া অনেক রোগীর জন্য মানসিকভাবে ধাক্কাস্বরূপ। নতুন এই পদ্ধতি সহজলভ্য ও কার্যকর সমাধান হিসেবে বিশ্বজুড়ে ক্যানসার রোগীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।’

গবেষণা কী বলছে?

‘ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এই গবেষণায় বিজ্ঞানীরা মানব মাথার ত্বক থেকে চুলের ফলিকল সংগ্রহ করে ল্যাবে কৃত্রিমভাবে চাষ করেন। এরপর সেই ফলিকলগুলো কেমোথেরাপির ওষুধের সংস্পর্শে এনে পরীক্ষা চালানো হয়।

ফলাফলে দেখা যায়, ঠান্ডা পরিবেশে রাখা ফলিকলগুলো অন্যান্য ফলিকলের তুলনায় অনেকটাই সুরক্ষিত থাকে এবং ক্ষতির মাত্রা কম হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি যদি বাস্তব চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়, তাহলে ক্যানসার রোগীদের জন্য এটি একটি বিপ্লবী পরিবর্তন হতে পারে। এতে যেমন রোগীদের মানসিক চাপ কমবে, তেমনি চিকিৎসা প্রক্রিয়াতেও তৈরি হবে নতুন সম্ভাবনা।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×