
ছবি: সংগৃহীত
অনলাইন জগতে গুগল আমাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখে—সার্চ হিস্টরি, লোকেশন, ইউটিউব বা অ্যাপ ব্যবহারের ডেটা সবই জমা হয় গুগলের সার্ভারে। এ তথ্য ব্যবহৃত হয় বিজ্ঞাপন দেখাতে কিংবা তথাকথিত "পার্সোনালাইজড অভিজ্ঞতা" দিতে। তবে আপনি চাইলে এই নজরদারি থেকে মুক্তি পেতে পারেন। নিচে গুগলের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস দেওয়া হল, যা বদলে আপনার ব্যক্তিগত তথ্যের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন।
১. ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ করুন
গুগলের Web & App Activity অপশনটি চালু থাকলে আপনি যে সার্চ করেন, কোন অ্যাপ ব্যবহার করেন—সবই গুগল ট্র্যাক করে রাখে।
যেভাবে বন্ধ করবেন:
-
Google Account > Data & Privacy > Web & App Activity
-
“Turn off” সিলেক্ট করুন
-
চাইলে “Turn off and delete activity” বেছে নিয়ে পুরনো তথ্যও মুছে ফেলুন
-
আলাদা আলাদা অ্যাপের (যেমন Maps, Search) তথ্যও ডিলিট করতে পারবেন
এছাড়া আপনি চাইলে auto-delete ফিচার চালু করে দিতে পারেন—যেখানে ৩, ১৮ বা ৩৬ মাস পরপর আপনার ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
২. লোকেশন ট্র্যাকিং ও টাইমলাইন বন্ধ করুন
গুগল ম্যাপসের “Timeline” ফিচারের মাধ্যমে আপনি কোথায় গেছেন, কী রুটে গেছেন, কতক্ষণ থেকেছেন—সবই সংরক্ষিত থাকে। গুগল এখন দাবি করছে, এই তথ্য শুধু আপনার ডিভাইসেই থাকে এবং তিন মাস পর ডিলিট হয়।
লোকেশন ডেটা বন্ধ করতে:
-
Google Maps অ্যাপে গিয়ে প্রোফাইল আইকন > Your Timeline
-
চাইলে যেকোনো দিন বা লোকেশন ডিলিট করতে পারবেন
-
Timeline Settings-এ গিয়ে “Turn off” বা “Delete all Timeline data” সিলেক্ট করুন
-
আপনি চাইলে Auto-delete Timeline অপশনে গিয়ে ৩, ১৮, বা ৩৬ মাস পরপর মুছে যাওয়ার সময়সীমা নির্ধারণ করতে পারবেন
৩. পার্সোনালাইজড অ্যাডস বন্ধ করুন
আপনার সার্চ, ইউটিউব, ও লোকেশন হিস্টরির ভিত্তিতে গুগল আপনার জন্য বিশেষ বিজ্ঞাপন দেখায়। কিন্তু আপনি চাইলে এই বিজ্ঞাপন ট্র্যাকিংও বন্ধ করতে পারেন।
যেভাবে বন্ধ করবেন:
-
Google Account > Data & Privacy > Personalized ads
-
“My Ad Center” এ গিয়ে Personalized ads অপশনটি “Turn off” করুন
-
Partner ad settings-এ গিয়ে “Allow Google partners to use your info” অপশনটি বন্ধ করে দিন
গুগল যেমন আপনার সুবিধার জন্য ডেটা সংগ্রহ করে বলে দাবি করে, তেমনি এসব ডেটা গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে। উপরের এই তিনটি সেটিংস বদলে আপনি সহজেই আপনার প্রাইভেসির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন।
-
এখনই Google অ্যাকাউন্টে গিয়ে এসব অপশন যাচাই করুন
-
আপনার তথ্য কতটা গুগলের কাছে রয়েছে তা জানুন
-
গোপনীয়তা রক্ষায় নিজের পছন্দমতো সিদ্ধান্ত নিন
আবির