
বৃষ্টি মানেই কি ঘরবন্দি থাকা? না! বরং বর্ষাই প্রকৃতির সবচেয়ে অনন্য রূপের সময়। পাহাড়ের গায়ে ঝরে সবুজের ঘন বৃষ্টি, সাগরের ঢেউ হয়ে ওঠে আরও উদ্দাম, জলপ্রপাত ফিরে পায় তার যৌবনের উচ্ছ্বাস। তাই ভ্রমণপ্রেমীদের কাছে বর্ষাকাল এখন আর শুধু এক ঋতু নয়, এ যেন এক গভীর অনুভূতির সময়।
তবে এই সৌন্দর্যের খোঁজে বের হওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ পাহাড়, সমুদ্র আর হাওর বর্ষায় যেমন মোহময়, তেমনি ঝুঁকিপূর্ণও।
বর্ষায় ভ্রমণের দরকারি ১০ টিপস
১. যাত্রার আগে আবহাওয়ার খবর নিন
স্থানীয় আবহাওয়ার সর্বশেষ হালনাগাদ জেনে বের হোন। ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধস বা হাওরে পানি বৃদ্ধির সতর্কতা থাকলে ভ্রমণ পেছান।
২. সঙ্গে রাখুন বৃষ্টির সরঞ্জাম
রেইনকোট, ছাতা আর দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক নিন।
৩. জুতার বিষয় খেয়াল রাখুন
পাহাড়ি পথে হাঁটার জন্য ব্যবহার করুন শক্ত গ্রিপওয়ালা ট্রেকিং জুতা।
৪. গাইড ছাড়া ট্রেইলে যাবেন না
গহিন ট্রেইলে গেলে অবশ্যই স্থানীয় অভিজ্ঞ গাইডের সাহায্য নিন।
৫. জলপ্রপাতে সতর্ক থাকুন
পিচ্ছিল ঢালে ওঠার ঝুঁকি নেবেন না। কূপে নামার আগে পানির গভীরতা যাচাই করুন। সাঁতার না জানলে ভুলেও ঝুঁকি নেবেন না।
৬. জোঁক থেকে সাবধান
মোজা ও প্যান্টের মাঝে ফাঁকা রাখবেন না। জোঁক লাগলে লবণ ব্যবহার করুন।
৭. সমুদ্রে সতর্কতা
জোয়ার-ভাটার সময়সূচি জেনে নিন। লাল নিশান থাকলে সৈকতে নামা থেকে বিরত থাকুন।
৮. লাইফ জ্যাকেট বাধ্যতামূলক
সাঁতার না জানলে ঢেউয়ের কাছে গেলে অবশ্যই লাইফ জ্যাকেট পরুন।
৯. লাইফগার্ডের নির্দেশনা মানুন
কোনো পরিস্থিতিতেই লাইফগার্ডের নির্দেশনা উপেক্ষা করবেন না।
১০. স্বাস্থ্যসুরক্ষা প্যাক নিন
সঙ্গে রাখুন প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ।
মিমিয়া