
ছবি: সংগৃহীত
আজকাল অনেকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য ভিপিএন ব্যবহার করলেও প্রক্সি সার্ভার এখন আর শুধু প্রাইভেসি টুল নয়, বরং বিভিন্ন দৈনন্দিন কাজ—যেমন ব্রাউজিং, স্ট্রিমিং বা ওয়েব স্ক্র্যাপিং-এর জন্য আরও কার্যকর হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কেন প্রক্সি হতে পারে ভিপিএনের চেয়েও ভালো বিকল্প।
১. গতি বেশি, ঝামেলা কম
ভিপিএন সার্ভার ইন্টারনেট ডেটাকে এনক্রিপ্ট করে, যার ফলে ইন্টারনেট স্পিড অনেক সময় কমে যায়। বিপরীতে, প্রক্সি শুধুমাত্র নির্দিষ্ট রিকোয়েস্ট (যেমন কোনো ওয়েবসাইটে প্রবেশ) হ্যান্ডেল করে—ফলে গতি বজায় থাকে।
২. অঞ্চলভিত্তিক কনটেন্ট আনলক করতে বেশি কার্যকর
নেটফ্লিক্স, অ্যামাজন বা বিভিন্ন নিউজ সাইটে অঞ্চলভিত্তিক কনটেন্ট থাকে। স্মার্ট DNS প্রক্সি ব্যবহার করলে শুধুমাত্র DNS ট্রাফিক রিডিরেক্ট হয়, ফলে আপনি সহজেই ভূ-নির্দিষ্ট কনটেন্ট দেখতে পারবেন, তাও কোনো গতি কমে যাওয়ার ভয় ছাড়া।
৩. শুধু আইপি ঠিকানা লুকাতে চাইলে ভিপিএন নয়, প্রক্সিই যথেষ্ট
আপনার পরিচয় বা লোকেশন লুকানোর জন্য পুরো ডেটা এনক্রিপ্ট করার দরকার নেই সবসময়। তখন প্রক্সি সার্ভার যথেষ্ট, যা গতি কমায় না।
৪. ব্যবসা বা অফিসে নেটওয়ার্ক নিয়ন্ত্রণে পারদর্শী
প্রক্সি সার্ভার অফিস বা বাড়ির নেটওয়ার্ক ব্যবস্থাপনায় চমৎকার। এটি ওয়েব ট্রাফিক ফিল্টার করতে, নির্দিষ্ট সাইট ব্লক করতে বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আনতে সহায়ক। একইসঙ্গে এটি ডেটা লঙ্ঘন বা ক্ষতিকর সাইট থেকে রক্ষা করে।
৫. ব্যান্ডউইথ বাঁচাতে পারে ক্যাশ করা কনটেন্ট
একই নেটওয়ার্কের একাধিক ব্যবহারকারী যদি একই ওয়েবসাইটে যান, প্রক্সি তা একবার ডাউনলোড করে রাখে। ফলে একাধিকবার ডেটা ডাউনলোডের দরকার পড়ে না। এটা গতি বাড়ায় এবং ব্যান্ডউইথ বাঁচায়।
৬. সফটওয়্যার ছাড়াই জিও-ব্লক বাইপাস করা যায়
বেশিরভাগ প্রক্সি সার্ভার ওয়েব ব্রাউজার থেকেই চলে। কোনো ইনস্টলেশন লাগে না। এমনকি অনেক সময় শুধু একটি ইউআরএল বসিয়ে দিলেই কাজ শুরু করে।
৭. ওয়েবসাইট পরিচালনায় রিভার্স প্রক্সির ব্যবহার
যারা ওয়েবসাইট বা অ্যাপ চালান, তাদের জন্য রিভার্স প্রক্সি অত্যন্ত দরকারি। এটি সার্ভারকে লোড ব্যালেন্স, DDoS অ্যাটাক প্রতিহত এবং ব্যাকএন্ড গোপন রাখতে সাহায্য করে।
যদি আপনি কেবল দ্রুত ইন্টারনেট ব্রাউজ, স্ট্রিমিং, বা ওয়েব কন্টেন্ট অ্যাক্সেস করতে চান—তবে প্রক্সি যথেষ্ট। তবে যদি প্রাইভেসি এবং নিরাপত্তা আপনার মূল উদ্দেশ্য হয়, বিশেষ করে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন—তাহলে ভিপিএনই সঠিক বিকল্প।
আবির