ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

 শিক্ষার্থী হোন বা চাকরিপ্রার্থী পোর্টফোলিও বদলে দিতে পারে ভবিষ্যৎ

প্রকাশিত: ১৮:২৬, ১৫ জুলাই ২০২৫

 শিক্ষার্থী হোন বা চাকরিপ্রার্থী পোর্টফোলিও বদলে দিতে পারে ভবিষ্যৎ

সংগৃহীত

বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শুধু সনদ বা সার্টিফিকেট দিয়ে এগিয়ে যাওয়া কঠিন। অ্যাকাডেমিক কাগজপত্রের বাইরে এখন চাকরি বা উচ্চশিক্ষায় জায়গা করে নিতে হলে প্রয়োজন ‘পোর্টফোলিও’র মতো একটি আধুনিক ও কার্যকরী হাতিয়ার। এটি শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী উভয়ের জন্যই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ একটি উপকরণ।

 পোর্টফোলিও কী?

  • পোর্টফোলিও হচ্ছে এমন একটি সংকলন বা ফাইল, যেখানে কোনো শিক্ষার্থী বা পেশাজীবী তার কাজ, দক্ষতা, অভিজ্ঞতা ও অর্জনসমূহ চিত্র বা লেখার মাধ্যমে তুলে ধরেন। এটি হতে পারে ডিজিটাল বা প্রিন্ট ভার্সনে।

 শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ

  • ক্লাস প্রজেক্ট ও কাজের সংরক্ষণ:
  • পোর্টফোলিওতে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, গবেষণা বা সৃজনশীল কাজ জমা রাখতে পারেন, যা পরবর্তীতে উচ্চশিক্ষা বা চাকরির সময় উপস্থাপন করতে পারবেন।
  • স্কলারশিপ ও উচ্চশিক্ষায় সহায়ক:
  • দেশবিদেশে অনেক স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে প্রফাইলের পাশাপাশি পোর্টফোলিও চাওয়া হয়। এখানে পোর্টফোলিওই আপনার আলাদা পরিচয় তৈরি করে।
  •  নিজেকে মূল্যায়নের সুযোগ:
  • এটি শিক্ষার্থীদের জন্য একটি আত্মমূল্যায়নের মাধ্যমও। নিজের অগ্রগতি ও দুর্বলতা বিশ্লেষণ করে উন্নতির সুযোগ তৈরি হয়।

 চাকরি খোঁজার ক্ষেত্রে পোর্টফোলিওর ভূমিকা

  • প্রমাণভিত্তিক দক্ষতা উপস্থাপন:
  • জীবনবৃত্তান্তে শুধু লেখার চেয়ে, বাস্তব কাজের নমুনা দেখাতে পারা বেশি কার্যকর। যেমন—ডিজাইন, মার্কেটিং ক্যাম্পেইন, কোডিং প্রজেক্ট বা কনটেন্ট রাইটিংয়ের নমুনা।
  • ইন্টারভিউতে বাড়তি আত্মবিশ্বাস:
  • পোর্টফোলিও নিয়ে ইন্টারভিউতে গেলে নিজের দক্ষতা ও কাজগুলো সহজে তুলে ধরা যায়। এতে নিয়োগকর্তার কাছে আপনি হয়ে উঠবেন আরো গ্রহণযোগ্য।
  •  ফ্রিল্যান্সিং বা ক্যারিয়ার বদলের সময় কাজে লাগে:
  • ফ্রিল্যান্স কাজ পেতে পোর্টফোলিও অনেক জরুরি। আবার কেউ যদি পেশা পরিবর্তন করতে চান, তাদের পূর্ব অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যম হিসেবেও এটি সহায়ক।

আজকাল পোর্টফোলিও তৈরি খুব সহজ। ব্যবহার করতে পারেন

  • Google Drive বা Docs
  • Canva
  • Notion
  • Behance (ডিজাইনারদের জন্য)
  • GitHub (প্রোগ্রামারদের জন্য)
  • WordPress বা নিজের ওয়েবসাইট

 যাদের জন্য সবচেয়ে উপযোগী:

  • গ্রাফিক ডিজাইনার
  • কনটেন্ট রাইটার/ব্লগার
  • সফটওয়্যার ডেভেলপার
  • সাংবাদিক ও মিডিয়া কর্মী
  • ফটোগ্রাফার
  • শিক্ষক (লেসন প্ল্যান ও ক্লাস ভিডিও)
  • উদ্যোক্তা ও মার্কেটার

একটি ভালো পোর্টফোলিও আপনার পরিচিতিকে প্রতিষ্ঠা করে, আপনাকে চাকরি ও স্কলারশিপের দৌড়ে এগিয়ে রাখে। তাই এখনই সময় নিজের দক্ষতাগুলো গুছিয়ে একটি প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করার।

হ্যাপী

×