ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গুগল থেকে নিজের ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন—জানুন একদম সহজ উপায়!

প্রকাশিত: ১৮:০২, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:০৪, ১৫ জুলাই ২০২৫

গুগল থেকে নিজের ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন—জানুন একদম সহজ উপায়!

ছবি: সংগৃহীত

ফোন নম্বর, ইমেইল, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা চিকিৎসা সংক্রান্ত তথ্য—এই সব তথ্য যদি ভুল জায়গায় পৌঁছে যায়, তাহলে প্রতারকরা তা ব্যবহার করে পরিচয় জালিয়াতি, আর্থিক ক্ষতি বা ব্যক্তিগত হুমকির মতো বড় বিপদ ডেকে আনতে পারে।

এই তথ্যগুলো অনেক সময় গুগল সার্চে উঠে আসে। যদিও গুগল মূল ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে পারে না, তবে এখন আপনি চাইলে গুগল সার্চ রেজাল্ট থেকে এসব তথ্য মুছে ফেলার অনুরোধ জানাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে।

ধাপে ধাপে গুগল সার্চ থেকে তথ্য মুছে ফেলার পদ্ধতি

১. ‘Results About You’ পেইজে যান

  • প্রথমে গুগলে লগইন করুন।

  • যান Results About You পেইজে।

  • আপনার নাম, ইমেইল, ফোন নম্বর, ঠিকানা যুক্ত করুন।

  • এরপর গুগল জানাবে সার্চে কোথায় আপনার তথ্য পাওয়া যাচ্ছে।

  • আপনি চাইলে সেইসব রেজাল্ট মুছে ফেলার আবেদন করতে পারবেন।

২. সরাসরি সার্চ রেজাল্ট থেকে ‘Remove Result’ বাটনে ক্লিক করুন

  • সার্চ রেজাল্টে যে তথ্য আপনি মুছতে চান, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করুন।

  • “Remove result” সিলেক্ট করুন।

  • কারণ হিসেবে সিলেক্ট করুন: ব্যক্তিগত তথ্য, অবৈধ কনটেন্ট, পুরনো তথ্য ইত্যাদি।

৩. ম্যানুয়াল অনুরোধ পাঠান

Google Personal Content Removal Form ব্যবহার করে নিচের তথ্যগুলো সরানোর অনুরোধ করতে পারেন:

  • জাতীয় পরিচয়পত্র নম্বর

  • ব্যাংক/ক্রেডিট কার্ড নম্বর

  • পাসওয়ার্ড, লগইন তথ্য

  • ব্যক্তিগত স্বাক্ষর বা চিকিৎসা সংক্রান্ত রেকর্ড

  • অনিচ্ছাকৃত পর্নগ্রাফি (ডিপফেইকসহ)

  • উদ্দেশ্যপ্রণোদিত ডক্সিং বা হয়রানিমূলক কনটেন্ট

৪. পুরনো বা ক্যাশড কনটেন্ট সরান

আপনার তথ্য ওয়েবসাইটে না থাকলেও গুগলের ক্যাশে থাকলে তা সার্চে দেখায়। এ জন্য Remove Outdated Content Tool ব্যবহার করে নির্দিষ্ট লিংক জমা দিন।

৫. গুগল ইমেজ সার্চ থেকেও ছবি মুছতে পারেন

  • ছবির URL কপি করে ফর্মে জমা দিন।

  • গুগল রিভিউ করে ব্যবস্থা নেবে।

সব অনুরোধ গ্রহণযোগ্য নাও হতে পারে। গুগল প্রতিটি অনুরোধ মূল্যায়ন করে দেখে তা গণমাধ্যম বা জনস্বার্থে প্রয়োজনীয় কিনা। গুগল থেকে তথ্য মুছে গেলেও, মূল ওয়েবসাইট থেকে তা মুছে না গেলে পুনরায় সার্চে আসার ঝুঁকি থেকে যায়।

আবির

×