ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গুগল, হার্ভার্ড ও এমআইটি দিচ্ছে বিনামূল্যে কোডিং শেখার সুযোগ, ২০২৫ সালে শুরু করুন এই ১০টি কোর্স

প্রকাশিত: ১৭:৫২, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৫২, ১৫ জুলাই ২০২৫

গুগল, হার্ভার্ড ও এমআইটি দিচ্ছে বিনামূল্যে কোডিং শেখার সুযোগ, ২০২৫ সালে শুরু করুন এই ১০টি কোর্স

বর্তমান সময়ে কোডিং দক্ষতা শুধুমাত্র প্রযুক্তি পেশাজীবীদের জন্য নয়, বরং প্রায় প্রতিটি পেশার জন্য একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর তাই ২০২৫ সালে গুগল, হার্ভার্ড ও এমআইটি সহ বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে এসেছে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়ে। তারা বিনামূল্যে বিভিন্ন কোডিং কোর্স অফার করছে, যাতে বিশ্বের যেকোনো স্থান থেকে আগ্রহী শিক্ষার্থীরা অংশ নিতে পারেন, সম্পূর্ণ অনলাইনে।

যে ১০টি কোর্স আপনি এখনই শুরু করতে পারেন:

১. হার্ভার্ড ইউনিভার্সিটি: CS50’s Introduction to Programming with Python
হার্ভার্ড ইউনিভার্সিটির অত্যন্ত জনপ্রিয় CS50 সিরিজের অংশ এই প্রোগ্রামটি নতুনদের জন্য চমৎকার। এতে পাইটন ভাষা শেখানো হয় এবং প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো যেমন লুপ, কন্ডিশন, ফাংশন ইত্যাদি কভার করা হয়। প্র্যাকটিস সমস্যা ও বাস্তব প্রকল্পের মাধ্যমে শেখার প্রক্রিয়াটি আরও মজবুত করা হয়।

২. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি: R Programming Fundamentals
স্ট্যানফোর্ডের এই কোর্সটি ডেটা বিশ্লেষণ ও স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিংয়ে আগ্রহীদের জন্য। R ভাষার বেসিক, ডেটা হ্যান্ডলিং ও সহজ বিশ্লেষণ শেখানো হয়। এটি অ্যানালিটিক্স বা একাডেমিক রিসার্চে আগ্রহীদের জন্য উপযোগী।

৩. এমআইটি: Introduction to Computer Science and Programming Using Python
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) এর এই প্রোগ্রামটি যারা প্রোগ্রামিংয়ে নতুন, তাদের জন্য উপযুক্ত। এতে পাইটন ব্যবহার করে কম্পিউটার সায়েন্সের বুনিয়াদি ধারণা যেমন প্রবলেম সলভিং, অ্যালগরিদমিক চিন্তা ও বেসিক কম্পিউটেশন শেখানো হয়। মোট ৯ সপ্তাহের এই ইন্সট্রাক্টর-লেড কোর্সে সার্টিফিকেট পেতে হলে কিছু টাকা খরচ করতে হতে পারে।

৪. আইআইটি বম্বে: Programming Basics
এই কোর্সটি প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো বর্ণনা করে, নির্দিষ্ট কোনো ভাষার ওপর গুরত্ব না দিয়ে। ভারতের এক প্রিমিয়াম প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি কোর্সটিতে শিক্ষার্থীদের ধাপে ধাপে বাস্তব প্রয়োগ শেখানো হয়, যা উন্নত বিষয়বস্তুর জন্য প্রস্তুতি হিসেবে কাজ করে।

৫. ইউনিভার্সিটি অব মিশিগান: Programming for Everybody
‘Programming for Everybody (Getting Started with Python)’ নামক এই কোর্সটি নতুনদের জন্য ডিজাইন করা হয়েছে। পাইটনের বেসিক শেখানো হয়, যাতে জটিল গণিতের চাপ না থাকে। এটি সেলফ-পেসড, অর্থাৎ শিক্ষার্থী নিজের মতো করে এগোতে পারে এবং সাত সপ্তাহে শেষ করা সম্ভব।

৬. ডার্টমাউথ কলেজ: C Programming Foundations
কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ বুঝতে আগ্রহীদের জন্য এই কোর্সটি। C ভাষার মূল ভিত্তি শেখানো হয়, যা এখনও সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ও এমবেডেড সিস্টেমে ব্যাপক ব্যবহৃত। কম্পিউটার অপারেশন ও মেমোরি ম্যানেজমেন্ট শেখার জন্য উপযুক্ত সূচনা।

৭. মাইক্রোসফট: Learn Python through Minecraft
মাইক্রোসফটের ‘Begin Python Coding in Minecraft with MakeCode and Azure Notebooks’ কোর্সটি শিক্ষকদের ও উৎসাহী শিক্ষার্থীদের জন্য। এখানে মাইনক্রাফটের কোড বিল্ডার ব্যবহার করে পাইটন সিনট্যাক্স ও ডিবাগিং শেখানো হয়। সম্পূর্ণ সেলফ-পেসড, কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শেখা যায়।

৮. মাইক্রোসফট: Learn Java on Azure
‘Introduction to Java on Azure’ কোর্সে Azure ব্যবহার করে জাভা অ্যাপ্লিকেশন তৈরি, ডিপ্লয় ও স্কেল করার পদ্ধতি শেখানো হয়। এতে স্প্রিং, জাকার্তা ইই ও কোয়ারকাসসহ বিভিন্ন জাভা ফ্রেমওয়ার্ক অন্তর্ভুক্ত। কোর্সটি সেলফ-পেসড ও হ্যান্ডস-অন মডিউল।

৯. ইউনিভার্সিটি অব শিকাগো: Scratch দিয়ে স্কুল শিক্ষার্থীদের কোডিং শেখানো
শিক্ষক, অভিভাবক অথবা যাঁরা শিশুদের জন্য কোডিং শেখাতে চান, তাদের জন্য UChicagoX এর ‘Teaching Coding in Grades 5-8 with Scratch Encore’ কোর্সটি একটি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ মাধ্যম। স্ক্র্যাচ এনকোরের মাধ্যমে computational thinking শেখানো হয়।

১০. গুগল: Python Basics for Beginners
গুগলের ‘Python Class’ কোর্সটি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তৈরি। এতে লিখিত পাঠ, ভিডিও লেকচার ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে পাইটনের বেসিক থেকে শুরু করে ফাইল ইনপুট-আউটপুট, রেগুলার এক্সপ্রেশন ও নেটওয়ার্ক টুলস পর্যন্ত শেখানো হয়। যারা প্রোগ্রামিংয়ের খুব প্রাথমিক ধারণা রাখেন তাদের জন্যও এটি উপযোগী।

এই সব কোর্স শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, বরং শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য মূল্যবান। প্রায় সব কোর্সেই বেসিক থেকে শেখানো হয়, এবং অনেক ক্ষেত্রে ভেরিফায়েড সার্টিফিকেট পাওয়ার সুযোগও থাকে।

বিশ্বজুড়ে শিক্ষায় প্রযুক্তির প্রবেশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে কোডিং শেখা এখন সময়ের দাবি। আর এসব কোর্স সেই সুযোগ এনে দিচ্ছে একেবারেই বিনামূল্যে।

আপনি যদি প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন অথবা নিজের দক্ষতা বাড়াতে চান, তাহলে এই কোর্সগুলো হতে পারে আপনার জন্য বড় সুযোগ। এখনই উপযুক্ত সময় বিনামূল্যে শেখা শুরু করার, কারণ ভবিষ্যতের চাকরির বাজারে কোডিং দক্ষতা অন্যতম মূল চাবিকাঠি হয়ে উঠবে।

 

 

 

সূত্র: https://tinyurl.com/md3d858y

আফরোজা

×