ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সন্দেহ নয়, চীনকে বিশ্বাস করতে চায় ভারত

প্রকাশিত: ১৮:০৫, ১৫ জুলাই ২০২৫

সন্দেহ নয়, চীনকে বিশ্বাস করতে চায় ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীনের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়তে চায় ভারত। পারস্পরিক বাণিজ্যে আরোপিত বাধা তুলে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল সোমবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

২০২০ সালে লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে গেলেন জয়শঙ্কর। ওই সংঘর্ষের পর গত চার বছর ধরে সামরিক অচলাবস্থায় দুই দেশের সম্পর্কও ভেঙে পড়ে। তবে গত অক্টোবর থেকে কিছুটা সম্পর্কের বরফ গলতে শুরু করে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘গত নয় মাসে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে, যা মূলত সীমান্তে উত্তেজনা কমার ফল।” তিনি বলেন, “এখন সময় এসেছে সীমান্ত ঘিরে অন্যান্য বিষয়, বিশেষ করে উত্তেজনা হ্রাস নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াং ই বলেছেন, ‘বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে ইতিবাচক গতি এসেছে, তা সহজে অর্জিত নয় এবং তা ধরে রাখা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দুই দেশকে পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে, পার্থক্য যথাযথভাবে মোকাবিলা করতে হবে এবং বিনিময় ও সহযোগিতা বাড়াতে হবে।’

ওয়াং ই বলেন, ‘চীন ও ভারতের একে অপরকে সন্দেহ করার বদলে বিশ্বাস করা উচিত, প্রতিযোগিতার বদলে সহযোগিতা করা উচিত।’

দুই দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার সীমানা পরিষ্কারভাবে নির্ধারিত নয় এবং এটি ১৯৫০ দশক থেকেই বিতর্কিত। ১৯৬২ সালে একবার সীমান্ত যুদ্ধেও জড়িয়েছিল ভারত ও চীন। এরপর কয়েক দশক ধরে আলোচনা চললেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।

খবর: রয়টার্স

তাসমিম

×