ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

টঙ্গীতে সূইচগিয়ার ছোরার আঘাতে কোরানে হাফেজ হত্যা, নিন্দার ঝড়

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২৩:২৫, ১৫ জুলাই ২০২৫

টঙ্গীতে সূইচগিয়ার ছোরার আঘাতে কোরানে হাফেজ হত্যা, নিন্দার ঝড়

প্রতিবেশীর সূইচগিয়ারের ছোরার আঘাতে এক কোরানে হাফেজকে হত্যা করেছে চিহ্নিত দুই প্রতিবেশি। টঙ্গীর এরশাদ নগর ৩ নং ব্লকে ঘটেছে এই ঘটনা। নিহতের নাম হাফেজ কামরুল ইসলাম (২৬)। বাবার নাম দুলাল মিয়া। কি কারনে এমন নৃশংস হত্যাকান্ড পুলিশ বা এলাকাবাসী কেউ বলতে পারছে না।

কোরানে হাফেজ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেছেন। 

হত্যাকান্ডেের ঘটনায় মঙ্গলবার থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার নাম সুলতানা বেগম (৩০)। অপর অভিযুক্ত আসামি সাব্বিরকে গ্রেপ্তার করতে পুলিশী অভিযান চলছে।

মঙ্গলবার (১৫ জুলাই) থানায় দায়ের করা হত্যাকান্ড মামলার অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী দত্তপাড়া দিঘীরপাড় দারুল আহসান মাদানিয়া মাদ্রাসার সামনে দুই আসামি সাব্বির (৩১) ও সুলতানা বেগম (৩০) পূর্ব শত্রুতার জেরে কামরুলের গতিরোধ করে। তর্ক বিতর্কে জড়ানোর এক পর্যায়ে সুইচগিয়ারের ছোরা ও মাথায় রডের আঘাতে গুরুতর আহত হন কামরুল। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে হাফেজ কামরুলের মৃত্যু ঘটে।

মঙ্গলবার টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জনকণ্ঠকে জানান, ছুরিকাঘাতে হাফেজ কামরুল হত্যার ঘটনায় নিহতের বড় ভাই ২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

রাজু

×