
ছবিঃ সংগৃহীত
সোমবার উত্তর অস্ট্রেলিয়ার একটি প্রশিক্ষণ এলাকায় কামান, রকেট লঞ্চার এবং স্বয়ংক্রিয় হাউইৎজারগুলো গুলি চালানো শুরু করে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার ১৮টি মিত্র দেশের মধ্যে তিন সপ্তাহের সামরিক মহড়া শুরু হয়।
'তালিসম্যান সাব্রে' নামে পরিচিত এই দ্বিবার্ষিক মহড়ার উদ্দেশ্য হলো চীনকে একটি বার্তা দেওয়া: যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা বেইজিংয়ের আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। বেইজিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার প্রভাব বিস্তারে ক্রমশ নিজেকে শক্তিশালী করছে।
কর্মকর্তারা জানান, এই বছরের তালিসম্যান সাব্রে হলো ১১তম এবং সবচেয়ে বড় মহড়া। এতে ১৯টি দেশের প্রায় ৪০,০০০ সামরিক সদস্য অংশ নিচ্ছেন। জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ এই মহড়ায় যোগ দিয়েছে। এই মহড়া তাইওয়ানের ওপর চীনের সম্ভাব্য সামরিক হামলা প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাইওয়ান একটি স্ব-শাসিত দ্বীপ যাকে চীন নিজেদের অংশ বলে দাবি করে।
উত্তর অস্ট্রেলিয়ার একটি প্রশিক্ষণ এলাকায় বিশিষ্ট ব্যক্তিরা লাইভ-ফায়ার মহড়া দেখছেন।
যৌথ মহড়ায় অংশ নেওয়া ১৯টি দেশের সামরিক সদস্যদের মধ্যে দক্ষিণ কোরিয়ার সেনারাও ছিল।
মারিয়া