ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ট্রাম্প প্রশাসনের নতুন নীতি: জামিন ছাড়াই দীর্ঘ ডিটেনশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ১৬ জুলাই ২০২৫

ট্রাম্প প্রশাসনের নতুন নীতি: জামিন ছাড়াই দীর্ঘ ডিটেনশন

ছবি: সংগৃহীত

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জো বাইডেন প্রশাসনের সময় বেড়ে যাওয়া অবৈধ অভিবাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক দেশান্তর (deportation) প্রয়োজন। এ লক্ষ্যে ট্রাম্প নতুন করে অভিবাসন নীতিতে পরিবর্তন আনছেন।

একটি অভ্যন্তরীণ মেমো অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের জামিন (bond) শুনানি না দেওয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে আটক রাখার একটি নতুন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) কর্তৃক জারি করা হয়েছে, যার একটি অংশ রয়টার্স পর্যালোচনা করেছে।

এই নির্দেশনা অনুযায়ী, যারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং নিজেদের বহিষ্কারের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছে, তাদের বড় একটি অংশের জামিন শুনানির অধিকার বাতিল হতে পারে।

চলতি মাসে কংগ্রেসে একটি ব্যয় বিল পাস হয়েছে, যাতে কমপক্ষে ১ লাখ অভিবাসীকে আটক রাখার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। জুনের শেষ নাগাদ রেকর্ড ৫৮ হাজার অভিবাসী আটক থাকলেও এটি তার চেয়েও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ওয়াশিংটন পোস্ট প্রথমে এই নতুন ICE নীতিমালার খবর প্রকাশ করে, যেখানে সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স ৮ জুলাই একটি মেমো জারি করেন।

রয়টার্সের হাতে আসা নির্দেশনায় বলা হয়েছে, কিছু অভিবাসন আইন ধারা "মুক্তি নিষিদ্ধকরণ" হিসেবে ব্যাখ্যা করতে বলা হয়েছে, যা আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, আদালত শুনানির সময় আটক রাখার পক্ষে বিকল্প যুক্তি উপস্থাপন করতে ICE-এর আইনজীবীদের উৎসাহিত করা হয়েছে।

বাইডেন প্রশাসনের সাবেক স্বরাষ্ট্র নিরাপত্তা কর্মকর্তা টম জাওয়েটজ বলেন, “এই নতুন নীতি গত কয়েক দশকের আইনগত মানদণ্ডের বিরোধী, এবং এটি ডিটেনশন সংখ্যা বিস্ফোরকভাবে বাড়িয়ে দিতে পারে।” এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ICE এখনো কোনো মন্তব্য দেয়নি।

শহীদ

×