
সংগৃহীত
সাম্প্রতিক কিছু বিভ্রান্তিকর গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের পরিপ্রেক্ষিতে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা কার্যক্রম চালু রয়েছে, এবং কোনো নিষেধাজ্ঞা নেই।
দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিসা গ্রহণে কোনো নতুন বাধা আরোপ করা হয়নি। বাংলাদেশিরা মিসরে চিকিৎসা, শিক্ষা, পর্যটন বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনেই স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা আবেদন করতে পারবেন।
সাধারণ জনগণকে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে দূতাবাস আরও জানায়, মিসরের ভিসা সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা সরাসরি যোগাযোগের মাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে কিছু ভুয়া খবর ছড়ায় যে বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা বন্ধ হয়ে গেছে। তবে কায়রো দূতাবাসের স্পষ্ট ব্যাখ্যা এসব গুজবের অবসান ঘটিয়েছে।
হ্যাপী