ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইমরান হাশমির পোস্টে আলোড়ন, ‘আওয়ারাপন ২’-এর ঘোষণা কি আসছে?

প্রকাশিত: ২১:১৯, ১৪ জুলাই ২০২৫

ইমরান হাশমির পোস্টে আলোড়ন, ‘আওয়ারাপন ২’-এর ঘোষণা কি আসছে?

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য, নায়িকাকে ঠোঁটঠাসা চুমু মানেই উঠে আসে অভিনেতা ইমরান হাশমির নাম। বলিউডে এক সময় তাঁর জুটেছিল 'সিরিয়াল কিসার' তকমা। 

অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রহস্যময় ছবি ভাগ করতেই অনুরাগীদের মধ্যে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লম্বা চুল, গম্ভীর মুখভঙ্গি এবং রক্তমাখা রুক্ষ লুকে। এই চেহারা দেখে অনেকেই ধারণা করছেন, এটি তাঁর ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলের ইঙ্গিত হতে পারে। ইমরান ছবিটি ভাগ করার পর থেকেই তাঁর অনুরাগীরা সমাজমাধ্যমে মন্তব্য করছেন—'শিবম ইজ ব্যাক!' নেটপাড়ায় প্রশ্ন উঠছে 'আওয়ারাপন ২ কি তবে আসছে?'এই জল্পনার মধ্যেই ইমরান হাশমির ভক্তরা আশাবাদী, প্রিয় চরিত্র শিবমকে আবার বড়পর্দায় দেখতে পাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা!

রাজু

×