ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিয়ে তো শুধু নিয়মমাত্র, মনে মনে আমি বিবাহিত: আমির খান

প্রকাশিত: ১৫:০১, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০১, ১৪ জুলাই ২০২৫

বিয়ে তো শুধু নিয়মমাত্র, মনে মনে আমি বিবাহিত: আমির খান

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান এবার ৬০ বছরে পা রেখেছেন। জন্মদিনের বিশেষ এই দিনে ঘনিষ্ঠ মহলে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। গৌরীর সঙ্গে বর্তমানে প্রেম করছেন আমির, আর এ নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা—তবে কি এবার বিয়ের পালা?

এই প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “আমাদের সম্পর্কের কথা এখন সবাই মোটামুটি জানেন। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই আমাদের এক করেছে। বিয়ে তো একটা নিয়মমাত্র। আমার বিশ্বাস, মনে মনে গৌরী ও আমি এখনই বিবাহিত। তাই ভবিষ্যতে আনুষ্ঠানিক স্বীকৃতি দেব কি না, সেটা এখনও ভাবিনি।”

এদিকে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মহাভারত’ নিয়েও মুখ খুলেছেন আমির। তিনি জানান, চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু হবে ছবির কাজ। ‘মহাভারত’ নিয়ে নির্মিত হবে একাধিক সিনেমা, অর্থাৎ এটি হতে চলেছে বিশাল একটি ফ্র্যাঞ্চাইজি। আমিরের ভাষায়, “আগস্ট থেকেই আমি ‘মহাভারত’-এর কাজ শুরু করছি। এটি হবে ‘ব্যাক টু ব্যাক’ প্রজেক্ট।”

এছাড়া সদ্য মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারা জামিন পার’, যা ২০০৭ সালে প্রশংসিত ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। আগের ছবির মতোই সিক্যুয়েলটিও ইতোমধ্যে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

প্রেম, সিনেমা আর নতুন এক অধ্যায়ের শুরু—৬০-তে এসেও আমির খান যেন তরুণই রয়ে গেলেন।

আসিফ

×