ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বৃষ্টির দিনে ফোন চার্জ দেওয়া কতটা নিরাপদ?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ১৪ জুলাই ২০২৫

বৃষ্টির দিনে ফোন চার্জ দেওয়া কতটা নিরাপদ?

ছবি: সংগৃহীত

বৃষ্টির দিনে মোবাইল ফোন শুধু ভিজে নষ্টই হয় না, ভুলভাবে চার্জ দিলে ঘটতে পারে ভয়াবহ শর্টসার্কিট বা ফোন বিস্ফোরণের মতো দুর্ঘটনাও। বিশেষ করে অনেকেই বাইরে থেকে এসে ভেজা ফোন সরাসরি চার্জে লাগিয়ে দেন। এতে ফোনের হার্ডওয়্যারই নয়, ব্যবহারকারীর জীবনও ঝুঁকিতে পড়ে।

ভেজা চার্জিং পোর্টে বিদ্যুৎ প্রবাহ দিলে ফোনের সার্কিট বোর্ড পুড়ে যেতে পারে।

পানির উপস্থিতিতে ব্যাটারি অতিরিক্ত গরম হতে পারে এবং তা বিস্ফোরণের সম্ভাবনা তৈরি করে।

চার্জার বা অ্যাডাপ্টারের ক্ষতি

ভেজা মোবাইল চার্জে দিলে শুধু ফোন নয়, চার্জারও নষ্ট হতে পারে। কিছু ক্ষেত্রে বিদ্যুৎ ঝটকাও লাগতে পারে।

সতর্কতা ও করণীয়

১. ফোন বা চার্জিং পোর্ট পুরোপুরি শুকিয়ে নিন
বাইরে থেকে ভেজা অবস্থায় এসে সরাসরি চার্জে দেবেন না।

শুকনো কাপড় বা কটন বাড দিয়ে চার্জিং পোর্ট আলতোভাবে মুছুন।

২. দ্রুত চার্জ না দিয়ে অপেক্ষা করুন
ফোন পানি থেকে বাঁচালেও ভেতরে আর্দ্রতা থেকে যেতে পারে। অন্তত ৩০ মিনিট–১ ঘণ্টা অপেক্ষা করে চার্জ দিন।

৩. পাওয়ার ব্যাংক ব্যবহারেও সতর্কতা জরুরি
পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়ার সময়ও একই নিয়ম মেনে চলুন।

ভেজা ব্যাগ বা পকেটের ভেতরে চার্জ দেওয়া বিপজ্জনক।

৪. চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করবেন না

অনেকে ফোন চার্জে রেখে কথা বলেন বা ভিডিও চালান, যা বৃষ্টির দিনে মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

বৃষ্টির দিনে ভেজা ফোন চার্জ দেওয়া একেবারেই নিরাপদ নয়। একটু অবহেলা থেকে হতে পারে বড় ক্ষতি। তাই ফোন চার্জ দেওয়ার আগে শুকনো কি না তা নিশ্চিত হোন আর বর্ষায় প্রয়োজনে ওয়্যারলেস চার্জার বা ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করুন, তবে অবশ্যই শুকনো অবস্থায়।

শহীদ

×