
ছবি: সংগৃহীত
মাইক্রোসফট চলতি বছরে বিভিন্ন বিভাগে প্রায় ১৫,০০০ কর্মী ছাঁটাই করেছে। এ অবস্থায় বাকি থাকা কর্মীদের নিজ নিজ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দক্ষতা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। দ্য ইনফরমেশন-এর প্রাপ্ত অভ্যন্তরীণ বার্তায় এমন তথ্য জানা গেছে।
২০২৫ সালে মাইক্রোসফট অন্তত চারটি বড় ধাপে কর্মী ছাঁটাই করেছে। সর্বশেষ ধাপে প্রায় ৯,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়, যার প্রভাব পড়ে এক্সবক্স গেমিং বিভাগ ও বিক্রয় দলগুলোর ওপর। এর আগেও মে মাসে ৬,০০০ কর্মী এবং জুনে আরও কয়েকশ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল।
এআই ব্যবহারের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে কর্মীদের পারফরম্যান্স মূল্যায়নে এআই ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত থাকবে।
মাইক্রোসফটের ডেভেলপার ডিভিশনের প্রেসিডেন্ট জুলিয়া লিউসন এক ইমেইলে জানিয়েছেন, “এআই ব্যবহার এখন আর বিকল্প নয় — এটি প্রতিটি ভূমিকা ও স্তরের জন্য অপরিহার্য।” তিনি আরও বলেন, কর্মীর প্রভাব ও সাফল্য মূল্যায়নে এআই ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হবে।
প্রতিষ্ঠানটি আগামী অর্থবছরে কর্মীদের মূল্যায়নে আনুষ্ঠানিকভাবে এআই ব্যবহারের নির্দিষ্ট মানদণ্ড যুক্ত করার পরিকল্পনাও করছে।
এই রূপান্তরের অংশ হিসেবে মাইক্রোসফট প্রচলিত বিক্রয়কর্মীদের ছাঁটাই করে ‘সল্যুশন ইঞ্জিনিয়ার’ নিয়োগ দিচ্ছে, যারা সরাসরি গ্রাহকদের সামনে এআই টুলস প্রদর্শন করতে সক্ষম। বিক্রয় বিভাগের প্রধান জাডসন অলথফ এক মেমোতে বলেন, মাইক্রোসফট “ফ্রন্টিয়ার এআই ফার্ম” হয়ে উঠতে চায় এবং “প্রতিটি ডিভাইস ও প্রতিটি ভূমিকায় কোপাইলট স্থাপন করবে।”
একদিকে প্রায় ৮০ বিলিয়ন ডলার এআই অবকাঠামোতে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি, অন্যদিকে খরচ কমিয়ে দীর্ঘমেয়াদে এআই খাতে আধিপত্য তৈরির লক্ষ্যেও কাজ করছে মাইক্রোসফট।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এম.কে.