
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রেমিকের বিরুদ্ধে সুইসাইড নোট লিখে স্কুলছাত্রী প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত ১ টার দিকে প্রেমিকার বসতঘরে আত্মহত্যার ঘটনা ঘটে।মৃত প্রেমিকা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৪নং ওয়ার্ডের মফিজুল ইসলামের মেয়ে নাজমা আক্তার (১৭)। সে চৌমহুনী দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। প্রেমিক একই এলাকার পাশাপাশি বাড়ির সফিজল জমাদ্দারের ছেলে মোঃ রাকিব (২১)। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক রাকিব ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।
মামলার অভিযোগ, স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাজমা মাদ্রাসায় যাওয়া-আসার পথে রাকিব তাকে উক্ত্যক্ত করতো। এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। এক পর্যায়ে রাকিব ও নাজমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার (১১ই জুলাই) প্রেমিক রাকিব নাজমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে নাজমা রাকিবের মধ্যে ঝগড়া হয়। পরে সেটি গড়ায় পারিবারিকভাবে।
নাজমার পিতা মফিজুল ইসলাম জানায়, আমার মেয়েটাকে ওরা প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় অনেক অত্যাচার করেছে। তার প্রতি অন্যায়-অবিচারের শোক সইতে না পেরে রবিবার দিবাগত রাত ১টার দিকে আমার মেয়েটা তার রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে মেয়ে হত্যার বিচার চায়।
বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, নাজমার বাবা বাদী হয়ে দোষীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের জন্য সুইসাইড নোটটি গোপন রাখা হয়েছে।
আফরোজা