ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

দেশের আইনশৃঙ্খলা অবনতি ও মব সৃষ্টির প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রকাশিত: ২১:৪২, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪৫, ১৪ জুলাই ২০২৫

দেশের আইনশৃঙ্খলা অবনতি ও মব সৃষ্টির প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুপ্ত সংগঠনের মব সৃষ্টির চেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী জেলা ছাত্রদল।

সোমবার বিকালে সংগঠনটির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

পথসভায় বক্তারা দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। একইসাথে জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে বক্তারা বলেন, “তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।”

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল, রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মিমিয়া

×