
কুয়াকাটায় বসবাসরত রাখাইন পল্লী পরিদর্শন করেছেন এনসিপির একটি প্রতিনিধি দল। সোমবার সকালে কুয়াকাটার কালাচান রাখাইন পল্লীতে এনসিপির ১০ সদস্যের একটি টিম রাখাইন সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি, সামাজিক অবস্থা এবং দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাওলানা সানাউল্লাহ খান এবং আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম ও হাসিব আর রহমানসহ ১০ জনের প্রতিনিধি দল। তারা এখানকার উপকূলীয় রাখাইন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
রাখাইনদের পক্ষে উপস্থিত ছিলেন রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার, কালাচানপাড়ার মাতুব্বর অংকোছান, সিসিইউ ফেডারেশনের সভাপতি মংমিয়াচিং মাস্টার এবং রাখাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেথুস।
পরিদর্শন শেষে এনসিপির নেতারা বলেন, “রাখাইনদের জীবনমান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের প্রতিটি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে।”
মিমিয়া