ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত : রাজশাহী বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৭:৩৪, ১৪ জুলাই ২০২৫

মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত : রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, “৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয়, বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।”

সোমবার রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, “এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইজন মানুষের একটি সন্তান, এটা অনেকটাই কম। সন্তান সংখ্যা বাড়ানো উচিত।”
তিনি আরও বলেন, “স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি। কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব গঠন করতে হবে। তারা বিভিন্ন জায়গায় ঘুরবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে।”
এ সময় তিনি সন্তানদের ন্যায্য অধিকার ও সম্ভাবনার বিষয়ে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কুস্তুরি আমিনা কুইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জন কর্মী ও ৬টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে ৪ জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে ২ জন কর্মীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

সানজানা

×