ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মতলব উত্তরে বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদার পথসভা

নির্যাতিত নেতাকর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দেবে

সুমন আহমেদ, মতলব, চাঁদপুর

প্রকাশিত: ২১:৪২, ১৪ জুলাই ২০২৫

নির্যাতিত নেতাকর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দেবে

ছবি: জনকণ্ঠ

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীর পুত্র অধ্যাপক তানভীর হুদা মতলব উত্তরে একাধিক পথসভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।
রবিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের বড় মরাধন গ্রাম ও দূর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি আকবর আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক পথসভাগুলোতে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মরাধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির নেতা কবির হোসেন সরকার। সভা সঞ্চালনা করেন ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তানভীর হুদা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যারা গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দ্বারা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে তারাই সামনে থেকে নেতৃত্ব দেবেন। চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিএনপিতে কোন স্থান নেই।
এছাড়া তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, আমরা এই দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়ছি।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা প্রমুখ।

এর আগে শিকারীকান্দি আকবর আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

এ সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক তানভীর হুদা। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

পথসভাগুলোতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন।

আবির

×