ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘দেয়ালে বলুক ইতিহাস’, লাখ টাকার পুরস্কারে জুলাই স্মরণে দেশজুড়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এলেন বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ১৭:৪৮, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৪৯, ১৪ জুলাই ২০২৫

‘দেয়ালে বলুক ইতিহাস’, লাখ টাকার পুরস্কারে জুলাই স্মরণে দেশজুড়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ শীর্ষক প্রতিযোগিতা। আগামী আগস্ট মাসের শুরুতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী। আর এতে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হলে মিলবে ৫ লাখ টাকার পুরস্কার।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও সমমানের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় কমিটির কাছে নাম নিবন্ধন করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত দেয়ালে তাদের শিক্ষার্থীদের দিয়ে গ্রাফিতি আঁকার সুযোগ পাবে। তবে যে দেয়ালে গ্রাফিতি আঁকা হবে, তা অবশ্যই নতুন, সংবেদনশীল নয়—এমন স্থান হতে হবে। আগের গ্রাফিতি মুছে নতুন গ্রাফিতি আঁকতে হলে তা ভিডিও করে সংরক্ষণ করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতাটি তিনটি স্তরে অনুষ্ঠিত হবে—উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয়। প্রতিটি স্তরে আলাদা কমিটির উপস্থিতিতে শিক্ষার্থীরা নির্ধারিত জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে এবং শেষে তাদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। বিজয়ী চিত্রগুলো স্থিরচিত্র ও ভিডিও আকারে ধারণ করে সংরক্ষণ করা হবে এবং এগুলো julyforever.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হবে।

একই সঙ্গে এই আয়োজনকে আরও উৎসাহব্যঞ্জক করতে পুরস্কারের ব্যবস্থা রেখেছে সরকার। উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় ৭ হাজার এবং তৃতীয় ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় ১ লাখ টাকা। সবশেষে জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক এবং একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করে প্রতিটিকে দেওয়া হবে ৫ লাখ টাকা পুরস্কার।

এ ছাড়া প্রতিযোগিতা আয়োজনে উপজেলা পর্যায়ে ৩০ হাজার টাকা, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরে সংশ্লিষ্ট থানা কমিটি এবং অন্যান্য মহানগরীতে জেলার সদর উপজেলা কমিটি এই প্রতিযোগিতার আয়োজন ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে।

ইমরান

×