ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

এইচএসসি পাশে ১০ জন নিয়োগ! ১৫ হাজার থেকে বেতন শুরু, মাসে ১ লাখ পর্যন্ত আয় সম্ভব!

প্রকাশিত: ১৭:৩১, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৩২, ১৪ জুলাই ২০২৫

এইচএসসি পাশে ১০ জন নিয়োগ! ১৫ হাজার থেকে বেতন শুরু, মাসে ১ লাখ পর্যন্ত আয় সম্ভব!

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় কর্মস্থল রেখে উমাইর ফেব্রিকস নারী প্রার্থীদের জন্য নিয়োগ দিচ্ছে ইউনিট ম্যানেজার পদে। এই পদে নিয়োগ দেওয়া হবে মোট ১০ জনকে। আবেদন করা যাবে আগামী ১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। নির্বাচিতদের মাসিক বেতন হবে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা, তবে যাদের বিক্রয় ও উপস্থাপন দক্ষতা চমৎকার, তারা টার্গেট পূরণ করে মাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

পদের কাজের দায়িত্বের মধ্যে রয়েছে—দল পরিচালনা ও দিকনির্দেশনা দেওয়া, পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, গ্রাহকসেবা নিশ্চিত করা, নিয়মিত অগ্রগতির প্রতিবেদন তৈরি, সমস্যার দ্রুত সমাধান, ক্লায়েন্ট ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা ইত্যাদি।

আবেদনকারীর চমৎকার যোগাযোগ দক্ষতা এবং গ্রাহক সম্পর্ক পরিচালনার সক্ষমতা থাকা প্রয়োজন। চাপের মধ্যেও কার্যকরভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

এছাড়া এই পদে নিয়োগপ্রাপ্তরা পাবেন—যাতায়াত ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, ইনস্যুরেন্স, পেনশন সুবিধা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব ভাতা, এবং প্রতি সপ্তাহে ২ দিন ছুটি। পারফরম্যান্স বিবেচনায় বছরে একাধিকবার বেতন পর্যালোচনার সুযোগ থাকবে।

পুরো সময় অফিসে কাজ করতে হবে এবং এই পদে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।

আবেদনের লিংক: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1381382&ln=1

আবির

আরো পড়ুন  

×