
ছবি: সংগৃহীত
ওয়ান ব্যাংক পিএলসি (ONE Bank PLC) কৃষি ও এনজিও ফাইন্যান্স বিভাগে সিনিয়র অফিসার/সিনিয়র প্রিন্সিপাল অফিসার (SO-SPO) পদে জনবল নিয়োগ দিচ্ছে। মোট ৩টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এই পদে আবেদন করতে ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর এবং ব্যাংক খাতে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক, তবে আগ্রহী নবীনরাও আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৫
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:
-
যেকোনো স্বীকৃত কৃষি বিশ্ববিদ্যালয় অথবা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি
-
কৃষি ও এনজিও ফাইন্যান্স এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সম্পর্কে ভালো ধারণা
-
বিশ্লেষণী দক্ষতা, যোগাযোগ ও সমস্যা সমাধানের সক্ষমতা
-
একাধিক কাজ একসাথে করার মানসিকতা এবং সময়সীমা মানার সক্ষমতা
-
টিম ওয়ার্কে দক্ষ এবং গ্রাহক-কেন্দ্রিক কাজের মনোভাব
মূল দায়িত্বসমূহ:
-
কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব তৈরি ও সংশোধন
-
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য অনুযায়ী ঋণ বিতরণ নিশ্চিত করতে শাখাগুলোর সঙ্গে কাজ করা
-
কৃষি ঋণের ডেটাবেইস ও রিপোর্ট তৈরি
-
সময় অনুযায়ী রিপোর্ট তৈরি করে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া
-
কৃষি ফাইন্যান্স বিষয়ক MIS পরিচালনা ও হালনাগাদ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: অফিসভিত্তিক
আবেদনের লিংক: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1383907&fcatId=2&ln=1
আবির