ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বাকেরগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২৩:২৬, ১৩ জুলাই ২০২৫

বাকেরগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়টির ভবন দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় তা এখন চরমভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে এক হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ২৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টি ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের ছাদে ফাটল, দেয়ালে চির, দরজা-জানালা ভাঙা, প্লাস্টার খসে পড়ছে নিয়মিত। বর্ষাকালে ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের ওপর, ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে। ইতোমধ্যে তিনটি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে, শ্রেণিকক্ষ সংকটে ভুগছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরনেহার বেগম বলেন, "প্রতিনিয়ত পলেস্তারা খসে পড়ছে, দেয়ালের অবস্থা ভয়াবহ। আমরা ভয় নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছি। দ্রুত নতুন ভবন নির্মাণ ছাড়া বিকল্প নেই।"

এই পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভবন সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ২৩টি। এর মধ্যে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা সবচেয়ে খারাপ। নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে বলে তিনি জানান।

রিফাত

×